মালয়েশিয়ায় বিশিষ্ট শিল্পপতি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য এবং মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) কুয়ালালামপুরের প্যালেস সুইস গার্ডেনের বলরুমে এ ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সহ সভাপতি আক্তার হোসেন, কাইয়ুম সরকার, মনিরুজ্জামান মনির, জালান উদ্দিন সেলিম, সাখাওয়াত হক জোসেফ, শওকত আলী তিনু, মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, প্রদীপ বিশ্বাস, আমিন সিকদার, জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি বিএম বাবুল হাসান, সোহাগ সরকার, মশিউর রহমান লিংকন, রুহান আহমেদ, আপেল মাহমুদ, মওদুদ মোল্লা, খোরশেদ আলম ও আবুল বাসার প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন বিলিভ ইন্টারন্যাশনালের বাংলাদেশের প্রধান নির্বাহী জাহেদুর রহমান। ইফতার মাহফিলটি মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়।

ইফতার ও আলোচনা সভায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসএসএইচ