বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির ইফতার বিতরণ
পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ‘ফুড ড্রাইভ’ নামে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইফতার বিতরণ করে সংগঠনটি।
মুসলিম কাউন্সিল অব ক্যালগেরির তালিকা অনুযায়ী প্রায় ৯০টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন, সাধারণ সম্পাদক জয়ন্ত বসু, মাশরুর আহমেদ, ইকবাল রহমান, শুভ মজুমদার, ড.তাসফিন হোসেন,শানিলা মাহমুদ, ইসতিয়াক আহমদ, তানভীর আহমেদ জয় প্রমুখ
বিজ্ঞাপন
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন জানান, ব্যতিক্রমী এ কর্মসূচির আওতায় ৯০টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রবাসী বাঙালিরা সুষ্ঠুভাবে ঘরে বসে যেন ইফতারি করতে পারেন সেই দিকটার প্রতি আমরা লক্ষ্য রাখছি।
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সাধারণ সম্পাদক জয়ন্ত বসু বলেন, সেবামূলক এই কর্মসূচিতে অংশ নেওয়া ক্যালগেরির প্রবাসী বাঙালিদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
বিজ্ঞাপন
এসকেডি