ইতালিতে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হতে যাচ্ছেন বাংলাদেশি অভিবাসী বিশেষজ্ঞ ড. মো. মুক্তার হোসেন মার্ক। দীর্ঘ পথপরিক্রমায় নিজের মেধাবলে মূলধারার রাজনীতির বড় নেতাদের সঙ্গে তিনি পথচলা শুরু করেছেন অনেকটা নিরবে।

ইতালিতে বাংলাদেশ কমিউনিটির অবস্থান কয়েক যুগের। কিন্তু ইতালির স্থানীয় রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটি তেমন কোনো পরিচিতি লাভ করতে পারেনি। তার মধ্যেও যারা ইতালির মূলধারার রাজনীতিতে ভূমিকা রেখে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম ড. মো. মুক্তার হোসেন। তিনি কয়েক বছর ধরে ইতালির গুরুত্বপূর্ণ জায়গায় বিভিন্ন পর্যায়ে কাজ করছেন। 

ড. মুক্তার বাংলাদেশ এবং বাংলা কমিউনিটির সঙ্গে ইতালির স্থানীয় রাজনীতির সম্পর্ক গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। তিনি এবং লাঝিও রিজিয়নের প্রেসিডেন্টের অন্যতম রাজনৈতিক সমন্বয়ক অ্যাডভোকেট গুস্তাভো পাভনে এবং রেনঝি সরকারের সাবেক মন্ত্রী ও ইউরোপীয়ান পার্লামেন্টের বর্তমান সদস্য কালেন্দা কার্লোর বিশেষ প্রতিনিধি রেজিওনে দি লাঝিওর প্রকৌশলী জুসেপ্পে সার্দোনে, ফেদেরাঝিওনে দেইলি আগ্রিকলতোরি ইতালিয়ানা (ইতালিয়ান আগ্রিকালচারাল ফেডারেশন) প্রেসিডেন্ট ড. আন্তনিও গ্রিয়েচি সম্প্রতি একটি বিশেষ সাক্ষাৎকারে মিলিত হন। সেখানে আমন্ত্রিত অতিথিরা রাজধানী রোম শহরে বিশেষ করে কমুনে দি রোমার ভেতরে বসবাসরত বিদেশিদের মধ্যে তৃতীয় বৃহত্তম বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া বিভিন্ন শ্রেণির চাকরিজীবী এবং ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ বিষয়ে অভিবাসী বিশেষজ্ঞ প্রবাসী বাংলাদেশি ড. মুক্তার হোসেন বলেন, স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে না পারলে একটি অভিবাসী সম্প্রদায়ের যে প্রকৃত অধিকার ও সামাজিক মর্যাদা তা প্রতিষ্ঠা হয় না। তাই রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করা শুরু করি। পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের কর্মসূচিতে আমি সরাসরি অংশগ্রহণ করেছি। এর ফলে ইতালির কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে। এতে বাংলা কমিউনিটির সমস্যা তুলে ধরা সহজ হবে।

এসএসএইচ