কাতারে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম সমিতি কাতার। কাতারের রাজধানী দোহার ন্যাশনাল একটি পাঁচ তারকা হোটেলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সিআইপি রফিকুল ইসলাম হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী হাসান বিল্লাহ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শামসুল আলম নোয়াব, কাতার বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন, সাধারণ সম্পাদক আমিন রসুল সাইফুল, এস এম ফরিদুল হক, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, শফিকুল  ইসলাম তালুকদার বাবু, নুরুল আবছার বাবুল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য দেন মোহাম্মদ মনছুর আলম, মোহাম্মদ মিজানুর রহমান মিজান, সাইফুর রহমান সবুজ, সাজ্জাতুল ইসলাম, মোহাম্মদ গোলাম রাসেল চৌধুরী প্রমুখ।

ইফতারের আগমুহূর্তে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা তোহা সিদ্দিকী।

সমিতির সাবেক সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ নুরের মায়ের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এসএসএইচ