প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছে প্রবাসীরা।  

প্রতিমন্ত্রী সেখানে সবাইকে উদ্দেশ করে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রবাসীদের হয়রানি রোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রবাসীদের ব্যাপারে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক।

স্থানীয় সময় বুধবার বিকেলে বিমানবন্দর থেকে প্রতিমন্ত্রী সরাসরি পূর্ব লন্ডনে আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে যান এবং ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি সিডনি স্ট্রিটে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহ-সভাপতি জালাল উদ্দিন, শাহ আজিজুর রহমান, হরমুজ আলী, যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, ধর্ম সম্পাদক সৈয়দ ছুরুক আলী, প্রবাস সম্পাদক আনসারুল হক, জনসংযোগ সম্পাদক রবীন পাল, শিল্প ও বাণিজ্য সম্পাদক আ স ম মিসবাহ, আন্তর্জাতিক সম্পাদক কাওছার চৌধুরী, লন্ডন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ , স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছায়েদ আহমদ সাদ, যুবলীগের সহ সভাপতি মতব্বীর আলী মতব, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক বাবুল খান, কৃষক লীগের সভাপতি সৈয়দ তারেক, তাতী লীগের আহ্বায়ক এম এ সালাম, ছাত্রলীগের সহ সভাপতি সারোয়ার কবির প্রমুখ।  

এনএফ