মালয়েশিয়ায় ফের বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশটিতে  আক্রান্ত হয়েছেন আরও তিন হাজার ১৪২ জন। একই সময়ে ভাইরাসটিতে মারা গেছেন আরও ১৫ জন। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৭৭ জনে।

এ পর্যন্ত মালয়েশিয়ায় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ এক হাজার ৫৯৩ জন। মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৭৩ হাজার ৩৯৭ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কঠোর সতর্কতার মধ্যেও গত ২৪ ফেব্রুয়ারির পর এই প্রথমবারের মতো এক দিনে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।

এর মধ্যে দেশটির সেলেঙ্গরে সর্বাধিক সংখ্যক আক্রান্ত হয়েছেন; এক হাজার ১৯ জন। এরপরে ক্যালানটানে ৫২৩, কুয়ালালামপুর ৪৪০, সারাওয়াক ৪১৬, জোহর ১৯৪, কেদা ১২০, পেনাং ৯৮, সাবাহ ৮৭, পেরাক ৬৯, নেগেরি সেমবিলান ৬১ , মেলাকা ৪২, তেরেংগানু ৪০, পাহাং ১৫, পুত্রজায়া ১৩, লাবুয়ান ৪ এবং পেরিলিস একজন আক্রান্ত হয়েছেন।

নতুন আক্রান্তের মধ্যে দুই হাজার ৯৫০ মালয়েশিয়ান এবং ১৭৯ জন বিদেশি রয়েছেন। দেশটির স্বাস্থ্য মহাপরিচালক ডা. নূর হিশাম আবদুল্লাহ এক বিবৃতিতে বলেছেন, সংক্রমণের মোট সংখ্যার মধ্যে ২৬ হাজার ৭১৯ সক্রিয় রোগীকে নিবিড় যত্নে চিকিত্সা দেওয়া হচ্ছে।

এফআর