কানাডার মন্ট্রিয়ালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুইবেক, কানাডা এ আয়োজন করে।

কুইবেক বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, তার ঘোষণার মাধ্যমেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। তিনি সারা বিশ্বের কাছে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সাহসী বাণী পাঠিয়েছিলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কানাডা বিএনপির সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি সাইদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ খান নান্টু, সাবেক সাধারণ সম্পাদক কাজী দেলোয়ার হোসেন জনি। প্রধান বক্তা ছিলেন সাবেক সহ সভাপতি কামরুল হাসান হাওলাদার ফারুক।

আরও বক্তব্য দেন কুইবেক বিএনপির সিনিয়র সহ সভাপতি শামীম হাওলাদার, সহ সভাপতি নওশাদ উল্লাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল মোর্শেদ শুয়েব, মহিলা বিষয়ক সম্পাদক হাসনা রোজি, নেতা আব্দুল আজিজ, কানাডা বিএনপির নেতা আবুল হাসেম বুলবুল, আলী আকবর ও মৌলভীবাজার জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তোফায়েল চৌধুরী।

অনুষ্ঠান পরিচালনা করেন কুইবেক বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাংগীর আলম।

এসএসএইচ