কানাডায় ‘বাংলাদেশি স্টুডেন্ট সোসাইটি অব ক্যালগেরি’র ইফতার বিতরণ
কানাডায় ‘বাংলাদেশি স্টুডেন্ট সোসাইটি অব ক্যালগেরি’র পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে। ইউনিভার্সিটি অব ক্যালগেরির এ সংগঠনটি আন্তর্জাতিক ও স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে ইফতার বিতরণ করে।
শনিবার (১ মে) শিক্ষার্থীদের বাড়ি বাড়ি ইফতার পৌঁছে দেয় ‘বাংলাদেশি স্টুডেন্ট সোসাইটি অব ক্যালগেরি’র (বিএসএস) সদস্যরা।
বিজ্ঞাপন
ক্যালগেরির স্থানীয় রিয়েল এস্টেট ব্যবসায়ী ইকবাল রহমানের পৃষ্ঠপোষকতায় এ ইফতার বিতরণ করা হয়। বিএসএস প্রেসিডেন্ট সাফওয়ান জামাল ও রাইদ মোর্শেদ জানান, পবিত্র রমজান মাসে সবার সঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি করাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
বিজ্ঞাপন
তারা আরও জানান, বাঙালি শিক্ষার্থীদের পড়ালেখা ও তাদের মেধা বিকাশে কাজ করছে বিএসএস। বিশ্বের দরবারে বিএসএস বাংলাদেশকে তুলে ধরতে চায়।
ইভেন্ট স্পন্সর ব্যবসায়ী ইকবাল রহমান বলেন, বাংলাদেশি সংস্কৃতি ধরে রাখতে এবং পবিত্র মাহে রমজানে ইফতার বিতরণে বিএসএস-এর এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এখানে শরিক হতে পেরে ভালোলাগছে।
উল্লেখ্য, প্রবাসী বাঙালিদের সন্তানদের উদ্যোগে ‘বাংলাদেশি স্টুডেন্ট সোসাইটি অব ক্যালগেরি’ গঠিত। সংগঠনটি কানাডার ক্যালগেরিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করে।
এইচকে