কানাডায় ‘বাংলাদেশি স্টুডেন্ট সোসাইটি অব ক্যালগেরি’র পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে। ইউনিভার্সিটি অব ক্যালগেরির এ সংগঠনটি আন্তর্জাতিক ও স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে ইফতার বিতরণ করে।

শনিবার (১ মে) শিক্ষার্থীদের বাড়ি বাড়ি ইফতার পৌঁছে দেয় ‘বাংলাদেশি স্টুডেন্ট সোসাইটি অব ক্যালগেরি’র (বিএসএস) সদস্যরা। 

ক্যালগেরির স্থানীয় রিয়েল এস্টেট ব্যবসায়ী ইকবাল রহমানের পৃষ্ঠপোষকতায় এ ইফতার বিতরণ করা হয়। বিএসএস প্রেসিডেন্ট সাফওয়ান জামাল ও রাইদ মোর্শেদ জানান, পবিত্র রমজান মাসে সবার সঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি করাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য। 

তারা আরও জানান, বাঙালি শিক্ষার্থীদের পড়ালেখা ও তাদের মেধা বিকাশে কাজ করছে বিএসএস। বিশ্বের দরবারে বিএসএস বাংলাদেশকে তুলে ধরতে চায়।

ইভেন্ট স্পন্সর ব্যবসায়ী ইকবাল রহমান বলেন, বাংলাদেশি সংস্কৃতি ধরে রাখতে এবং পবিত্র মাহে রমজানে ইফতার বিতরণে বিএসএস-এর এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এখানে শরিক হতে পেরে ভালোলাগছে।

উল্লেখ্য, প্রবাসী বাঙালিদের সন্তানদের উদ্যোগে ‘বাংলাদেশি স্টুডেন্ট সোসাইটি অব ক্যালগেরি’ গঠিত। সংগঠনটি কানাডার ক্যালগেরিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করে।

এইচকে