স্পেনে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সাধারণ সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১০ জুন) রাতে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টে সাধারণ সভায় বিপুল সংখ্যক প্রবাসী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

কবির হোসেনের সভাপতিত্বে এবং মিজান হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি এমদাদ হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল কাদের ঢালী, জসিম উদ্দিন ব্যাপারী, তুতা কাজী, রফিক হোসেন হাওলাদার, রুবেল খান, ইকবাল হোসেন, জাকির হোসেন জহির, সেলিম খানসহ অন্যান্যরা।

 

সভায় উপস্থিত ছিলেন দুলাল খান, দুলাল ঢালী, সোবহান মোল্লা, ইব্রাহিম আকন্দ, রুবেল সরদার, রফিক খান, আমিনুল হাওলাদার, আজম খান, আতিকুর রহমান শেখ, তরুণ কাজী, চেরাগ আলী ঢালী, জাকির চৌধুরী, সাজ্জাদ গাজী, আরিফ মাতবর, তাওহীদ সরদার প্রমুখ। 

শুরুতে কুরআন তেলাওয়াত করেন জাকির হোসেন জহির। সভায় বক্তারা বৃহত্তর ফরিদপুরের ইতিহাস ঐতিহ্য নিয়ে তুলে ধরেন। 

সভায় সবার সম্মতিতে আগামী দুই বছরের জন্য একটি কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে কবির হোসেনকে সভাপতি, জসিম উদ্দিন ব্যাপারীকে সিনিয়র সহসভাপতি, মিজানুর রহমান হাওলাদারকে সাধারণ সম্পাদক ও সেলিম খানকে সাংগঠনিক সম্পাদক করা হয়। 

শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান দায়িত্বশীলরা। নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিতরা। শেষে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

কেএ