যথাযোগ্য মর্যাদায় বোর্নিয়ো দ্বীপের দেশ ব্রুনাইয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। সোমবার (১৭ জুন) সকাল ৭টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

মুসুল্লিদের কণ্ঠে ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রাজধানী বন্দর সেরিবেগওয়ানের জামেয়া আসর জামে মসজিদ। এ মসজিদে মুসল্লিদের সঙ্গে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া ঈদের নামাজ আদায় করেন।

নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রুনাই দারুসসালামে ঈদুল আজহা উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিরা। দেশের বিভিন্ন মসজিদে ঈদুল আজহার নামাজের ব্যবস্থা রাখা হয়। প্রতিটি জামাতে মুসল্লিদের ঢল নামে। ঈদগাহগুলোতে নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়। যার ফলে প্রবাসী নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জামাত শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

দেশটিতে বসবাসরত বিভিন্ন পেশায় নিয়োজিত বাংলাদেশিরা প্রবাসের মাটিতে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের ঈদের আনন্দের স্মৃতি রোমন্থন করেন।

ঈদের নামাজ আদায়ের পর একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা। পরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা স্বজন-সহকর্মীদের নিয়ে কোরবানি দেন।

এসএসএইচ