বিদেশ থেকে আনা মোবাইলের শুল্ক প্রত্যাহারের দাবি প্রবাসীদের
বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটি ২০ লাখ প্রবাসী রয়েছেন। যাদের বেশিরভাগ মধ্যপ্রাচ্যে থাকেন। যারা দুই থেকে চার বছরে একবার বা দুইবার দেশে ছুটিতে যান। এ সময় পরিবারের সদস্য ও প্রিয়জনদের আবদার রাখতে ৪-৫টি মোবাইল সঙ্গে নিয়ে যান। কিন্তু প্রস্তাবিত বাজেটে প্রবাসীদের ব্যাগেজ রুলসে পরিবর্তন আনা হচ্ছে ।
ফলে এখন থেকে একজন প্রবাসী ব্যবহৃত সর্বোচ্চ দুটি মোবাইল ফোন আনতে পারবেন। এর বাইরে একটি মোবাইল আনতে পারবেন শুল্ক কর পরিশোধ করে। এই শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন প্রবাসীরা।
গতকাল রাতে কুয়েতের সালমিয়ায় একটি হোটেলে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় এবং রেজওয়ান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোহাম্মদ ইউনুস মাহমুদ। প্রধান বক্তা ছিলেন রবিউল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান উল্লাহ, আ.ক.ম আজাদ, সোহেল চৌধুরী, শহিদুল ইসলাম, আসাদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও প্রবাসীদের ১০ দফা দাবি তুলে ধরেন।
বিজ্ঞাপন
এসকেডি