ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের তৃতীয় শাখা
ওমান আল বাতিনা সোহারে বসবাসরত প্রবাসীদের নিয়ে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের তৃতীয় শাখা হিসেবে নতুন আরেকটি শাখা যাত্রা করতে যাচ্ছে।
এ লক্ষ্যে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান-৯৫ থেকে একটি আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।
বিজ্ঞাপন
ওমান সরকারের অনুমোদিত বাংলাদেশ সোশ্যাল ক্লাব, ওমানের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে ওমান আল বাতিনা সোহারে মোহাম্মদ নাজিম উদ্দীনকে আহ্বায়ক কমিটির প্রধান করে সামাজিক ও মানবিক কাজেে অগ্রগতি বৃদ্ধির জন্য এবং আল বাতিনা সোহার শাখার সদস্য সংগ্রহ করার অনুমতি দিয়ে মোহাম্মদ জাহেদ হোসেন, মোহাম্মদ এরশাদ ও মোহাম্মদ রবিউলকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আল বাতিনা সোহার শাখার আহ্বায়ক কমিটির অনুমতি দিয়ে আল বাতিনা সোহার প্রবাসী বাংলাদেশিদের মানবিক কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য আহ্বায়ক কমিটির সদস্যরা বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান-মাস্কাটের নেতাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
তারা এক বার্তায় আহ্বায়ক কমিটির নেতারা, সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হকের (সিআইপি) আদেশক্রমে আল বাতিনা সোহার এরিয়ায় বসবাসকারী বাংলাদেশি সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের প্রতি সহযোগিতার আহ্বান জানান। সেইসেঙ্গে বাংলাদেশি সংস্কৃতির প্রচার-প্রসারে এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলে সোশ্যাল ক্লাব আল বাতিনা সোহার শাখা কাজ করে যাবে বলেও জানানো হয়।
আল-বাতিনা সোহার অঞ্চলের বসবাসরত বাংলাদেশিদের মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্যে ক্লাবের সদস্য ফরম সংগ্রহ করে সদস্য হওয়ার আহ্বানও জানান তারা।
এসএসএইচ