মরণঘাতী করোনাভাইরাস বারবার ধরন বদলে পূর্বের চেয়ে আরও ভয়ংকরভাবে কাবু করছে মানুষকে। চীন থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাস তাণ্ডব চালিয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। এর মধ্যে ভয়ংকর হয়ে দেখা দিয়েছে ভাইরাসটির ভারতীয় ধরন। 

ইতোমধ্যে ইউরোপ-আফ্রিকার কয়েকটি দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। এবার সিঙ্গাপুরেও মিলল করোনার এ ধরনে আক্রান্ত রোগী। গত মঙ্গলবার (৪ মে) সিঙ্গাপুরভিত্তিক গণমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া এ তথ্য জানায়।

এক সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল সার্ভিসেসের পরিচালক কেনেথ ম্যাক বলেন, ট্যান টক সেঙ হসপিটালে (টিটিএসএইচ) করোনাভাইরাসের ভারতীয় ধরনে আক্রান্ত ৫ জন রোগী শনাক্ত হয়েছে। তিনটি স্থানীয় ক্লাস্টারে মোট পাঁচজনের মধ্যে ভাইরাসের (বি১৬১৭২) ভারতীয় ধরনের উপস্থিতি রয়েছে।

তিনি বলেন, টিটিএসএইচ হাসপাতালে আক্রান্ত পাঁচজনের মধ্যে একজন নার্স ও একজন চিকিৎসকও রয়েছেন। বাকি দুজনের একজন হচ্ছেন চাঙ্গি বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা এবং অপরজন হলেন কমিউনিটি কেয়ারের ক্লিনার।

এ সময় ম্যাক করোনা প্রতিরোধে ভ্যাকসিন নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে বলেন, করোনা মহামারি দেখা দেওয়ার পর থেকেই সিঙ্গাপুর সতর্ক ছিল। বিশ্বের বিভিন্ন দেশে যখন এ ভাইরাসে সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছিল তখন সিঙ্গাপুর লকডাউন, কোয়ারেন্টাইনসহ জরুরি সব পদক্ষেপ নেয়। ফলে দেশটিতে মাত্র ৬১ হাজার ২৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মাত্র ৩১ জনের।

এসকেডি