পর্তুগালে রমজানের শেষ জুমায় মুসল্লিদের ঢল
মসজিদে আসছেন মুসল্লিরা
পবিত্র রমজান মাসের বিদায়ী জুমার নামাজে পর্তুগালের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছিল। নামাজ শুরুর আগে থেকেই রাজধানী লিসবনের কেন্দ্রীয় মসজিদ, বাংলাদেশ ইসলামিক সেন্টারের বাইতুল মোকাররম মসজিদ, মারতিম মুনিজ জামে মসজিদ, আয়েশা সিদ্দিকা (র.) মসজিদে মুসল্লিরা জড়ো হতে শুরু করেন।
এছাড়া মুসল্লিদের ভিড় দেখা গেছে পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পর্তুর হযরত হামজা (রা.) মসজিদ, হযরত বেলাল (র.) মসজিদসহ আরও কয়েকটি মসজিদে। তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে মসজিদগুলোতে ধারণক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
স্থান সংকুলান না হওয়ায় বেশ কয়েকটি মসজিদে তিন থেকে চারটি পর্যন্ত জামাত আদায় করা হয়। বাংলাদেশ ইসলামিক সেন্টারের বাইতুল মোকাররম জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ ঢাকা পোস্টকে জানান, স্বাস্থ্যবিধির কারণে মুসল্লিদের সুযোগ করে দেওয়ার জন্য একাধিক জামাতের আয়োজন করা হয়েছিল।
বিদায়ী জুমায় মাওলানা আবু সাঈদ রমজানের তাৎপর্য ও মানবতার মুক্তির পথ বিষয়ে বয়ান করেন এবং পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও বিশ্বের সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন। এছাড়াও করোনাভাইরাস মহামারি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করেন তিনি।
বিজ্ঞাপন
এদিকে পর্তুগালের বিভিন্ন ঈদগাহে এবং মসজিদে ঈদের নামাজের জন্য সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ইসলামিক সেন্টারের বাইতুল মোকাররম মসজিদ, লিসবন ও মারতিম মুনিজ জামে মসজিদের উদ্যোগে ২০২১ সালের ঈদুল ফিতরের জামাত রাজধানী লিসবনের মারতিম মুনিজ পার্কে স্থানীয় সময় সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। লিসবন কেন্দ্রীয় মসজিদে সকাল ৬টা ৪৫ মিনিটে এবং সকাল ৮টা ৩০ মিনিটে যথাক্রমে দুটি জামাত অনুষ্ঠিত হবে।
পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পর্তুতে হযরত হামজা (রা.) মসজিদে সকাল ৮টা ও সকাল ৯টায় এবং কেন্দ্রীয় হযরত বেলাল (র.) মসজিদে সকাল ৬টা ৪৫ মিনিটে ও সকাল ৮টায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য স্বাস্থ্যবিধি অনুযায়ী মুসল্লিদের মাস্ক পরিধান করা, নিজস্ব জায়নামাজ নিয়ে আসা এবং ঘর থেকে অজু করে আসতে বলা হয়েছে।
আরএইচ