ইতিহাস গড়ে ফের মেয়র পদে জয়ী সাদিক খান
সাদিক খান
ভোটের আগাম জরিপে স্পষ্টত এগিয়ে ছিলেন লন্ডনের বর্তমান মেয়র সাদিক খান। তবে ভোটার উপস্থিতিতে ভাটা পড়ায় অনেকটাই চাপে ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত কনজারভেটিভ পার্টির প্রতিদ্বন্দ্বী শাউন বেইলির সঙ্গে ভোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ের হাসি হাসলেন সাদিক।
লন্ডনের মেয়র নির্বাচনে সাদিক খানের প্রাপ্ত মোট ভোট ১২ লাখ ৬ হাজার ৩৪। প্রতিদ্বন্দ্বী শাউন বেইলি পেয়েছেন ৯ লাখ ৭৭ হাজার ৬০১ ভোট। মোট ভোটের শতকরা হিসাবে সাদিক পেয়েছেন ৫৫ দশমিক ২ ভাগ, আর শাউন পেয়েছেন ৪৪ দশমিক ৮ ভাগ। তৃতীয় অবস্থানে থাকা গ্রিন পার্টির সেইন বেরী পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৯৭৬ ভোট।
লন্ডনে লেবার পার্টি বরাবরই শক্তিশালী। অভিবাসী ভোটাররাও সমর্থন করেন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খানকে। আর এ কারণেই তার জয় অনেকটা সহজ ও নিশ্চিত বলেই ধরে নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত শাউন বেইলি বেশ শক্ত প্রতিপক্ষ হিসেবেই আত্মপ্রকাশ করলেন।
বিজ্ঞাপন
যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবারের সিটি করপোরেশন নির্বাচনে ভোটের ব্যবধানে বিরোধী দল লেবার পার্টি থেকে অনেক এগিয়ে রয়েছে। লেবার পার্টির হাতে থাকা বেশ কয়েককটি আসন এবার দখলে নিয়েছে কনজারভেটিভ পার্টি।
এর আগে ২০১৬ সালের মেয়র নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী জ্যাক গোল্ডস্মিথকে ৯ শতাংশ ভোটের ব্যবধানে হারিয়ে প্রথম মুসলিম হিসেবে লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছিলেন বর্তমান বিরোধী দল লেবার পার্টির প্রার্থী সাদিক খান। আর এবার দ্বিতীয়বার জয়ী হয়ে ইতিহাস গড়ে পদ ধরে রাখলেন তিনি।
বিজ্ঞাপন
আরএইচ