দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে বিপুল সংখ্যক বাংলাদেশির অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৭ মে (শুক্রবার) জোহানসবার্গের স্মল স্ট্রিটে ইসলামী সেন্টারের ব্যানারে আয়োজিত এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নুর-ই হেলাল সাইফুর রহমান।

নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক সেন্টারের অন্যতম উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন চয়ন। মসজিদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন স্মল স্ট্রিট মসজিদের পেশ ইমাম হাফেজ জুনাইদ আল হাবীব। 

প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার নুর-ই হেলাল সাইফুর রহমান করোনা পরিস্থিতিতে সবাইকে সর্তক থেকে চলাচলের আহ্বান জানান। এছাড়াও, প্রতিমাসের প্রথম শুক্রবার স্মল স্ট্রিট মসজিদে কনস্যুলার সেবা প্রদানের ঘোষণা দেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ প্রবাসী ও বীর মুক্তিযোদ্ধা মেরাজ মিয়া, সাউথইস্ট এক্সচেঞ্জের দক্ষিণ আফ্রিকা কান্ট্রিহেড কাজী ফরহাদ কামাল, নজরুল ইসলাম সবুজ, জহিরুল আলম তরুণ, মোহাম্মদ শাহজাহান, আসাদ কামাল চঞ্চল, আব্দুল কাইয়ুম, গোলাপ হোসেন দুলাল, মুরাদ খান, মোহাম্মদ হাছান, মোস্তাফিজুর রহমান পিন্টু, সালাউদ্দিন প্রমুখ। 

এইচকে