৯ মে উদযাপিত হলো ইউরোপ দিবস
শান্তি, সংহতি, বৈচিত্র্য এবং একতার প্রতীক হিসেবে রোববার (৯ মে) ইউরোপীয় ইউনিয়ন ইউরোপ (ইইউ) দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপনে ফ্রান্সে অবস্থিত ইউরোপিয়ান পার্লামেন্টে ইউরোপীয় ইউনিয়ন ফিউচার ইউরোপ এক সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও ইউরোপিয়ান সংসদের রাষ্ট্রপতি ডেভিড সাসোলি ইউনিয়নের কাউন্সিলের প্রতিনিধিত্বকারী হিসেবে পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কস্তা, কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইনসহ ইউরোপীয় ইউনিয়নের সব রাষ্ট্রপ্রধানরা ইউরোপের পক্ষে তাদের দৃষ্টিভঙ্গির বিষয়ে বক্তব্য রাখেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ইইউর এক্সিকিউটিভ বোর্ডের সহ-সভাপতিত্বকারীরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর নাগরিকদের উত্থাপিত প্রশ্নের উত্তর দেন। ইউরোপিয়ান ইউনিয়ন বিষয়ক মন্ত্রী, সংসদ সদস্য এবং সদস্য রাষ্ট্রগুলোর জাতীয় সংসদ সদস্যরা এবং পাঁচশ-এর বেশি ইউরোপিয়ান নাগরিক টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।
প্রতিবছর পুরো ইউরোপ জুড়ে উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপিত হয়। করোনা মহামারীর কারণে এবার সশরীরে সব ধরনের অনুষ্ঠান বাতিল করা হয়। কিন্তু বিভিন্ন শিল্পীদের অংশগ্রহণে অনলাইনে এক কনসার্ট আয়োজন করা হয়। কনসার্টটি ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সরাসরি প্রচার করা হয়।
বিজ্ঞাপন
গত ১৯৮৫ সালে তৎকালীন ইউরোপিয়ান কমিউনিটি বর্তমান ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রান্সের একজন সফল রাজনীতিবিদ এবং সংগঠক রবার্ট সুমান এর সম্মানে ১৯৫০ সালে এই দিনে তার ঘোষিত সুমান ঘোষণাপত্রের প্রতি সম্মান প্রদর্শন করে দিনটিকে নির্ধারিত করা হয়। মূলত তিনি বর্তমান ইউরোপীয় ইউনিয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন।
এমএইচএস