না ফেরার দেশে অস্ট্রেলিয়া প্রবাসী ডা. সাবির
ডা. সাবির মঞ্জুর খান (অপু)
ডা. সাবির মঞ্জুর খানের (অপু) স্বপ্ন ছিল, যতদিন বেঁচে থাকবেন, ততোদিন ক্যানসার রোগীদের পাশে থাকবেন। কিন্তু নিজেই পরাজিত হলেন ক্যানসারের কাছে।
মঙ্গলবার (২৫ মে) সিডনির ক্যাম্বেলটাউন হাসাপাতালে স্থানীয় সময় সাড়ে এগারোটার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৮ বছর। ডা. সাবিরের মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।
বিজ্ঞাপন
বুধবার সকালে শেষ গোসলের পর ল্যাকেম্বা মসজিদ প্রাঙ্গণে সকাল দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত মরদেহ রাখা হয়। পরে সকাল ১১টা ১৫ মিনিটে নারিলেন কবরস্থানে তার জানাজার নামাজ সম্পন্ন হয়।
ডা. সাবিরের এক নিকটাত্মীয় মুঠোফোনে জানান, অপু একজন জনপ্রিয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছিলেন। তিনি সিডনির ব্লোয়ার এথলের বাসিন্দা। বাংলাদেশিদের খুব কদর করতেন তিনি। বাংলাদেশেও ক্যানসার নিয়ে কাজ করার পরিকল্পনা করেছিলেন।
বিজ্ঞাপন
দীর্ঘ চার বছর ধরে কোলন ক্যানসারকে খুব সচেতনতার সঙ্গে মোকাবেলা করার চেষ্টা করছিলেন তিনি। ডায়েটেও এনেছিলেন ব্যাপক পরিবর্তন। তবে, ক্যানসার চতুর্থ পর্যায়ে চলে গেলে আর বাঁচানো সম্ভব হয়নি তাকে।
ডা. সাবির মঞ্জুর খান (অপু) রংপুর মেডিকেল কলেজে থেকে মেডিসিন নিয়ে পড়াশুনা করেন। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার সন্তান।
আরএইচ