জাপানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

টোকিওর বাংলাদেশ দূতাবাসের আয়োজনে রোববার (১৬ ফেব্রুয়ারি) দূতাবাসের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা হয়।

সভায় জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী উপস্থিত ছিলেন।

গভর্নর ব্যবসা-বাণিজ্য, রেমিট্যান্স পাঠানো, জাপানের শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন কোর্সে টিউশন ফি প্রেরণসহ জাপান প্রবাসীদের সমস্যা-সম্ভাবনার কথা নোট করেন এবং এসব সমস্যার সম্ভাব্য সমাধানে পদক্ষেপ নেওয়ার কথা জানান।

এসময় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএসএইচ