সংযুক্ত আরব আমিরাতে গড়ে ওঠা নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ সোসাইটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সম্প্রতি দেশটির সরকার কর্তৃক ঘোষিত নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার (২৮ মে) দুবাইয়ের মামজার পার্কে কোম্পানীগঞ্জ প্রবাসীরা মিলিত হন।

দীর্ঘদিন পর পরিচিত মুখগুলো মিলিত হলে মামজার পার্ক যেন ‘মিনি কোম্পানীগঞ্জে’ পরিণত হয়। উপস্থিত প্রবাসীদের শৈশবে নিয়ে যেতে অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ও  সাংস্কৃতিক আয়োজন করা হয়। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম উদ্দীন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী জাবেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল আলীম সাইফুল। আরও উপস্থিত ছিলেন- তাজুল ইসলাম, আবদুল কাদের, মোহন, আবু সুফিয়ান, সেলিম, নুরুল আমিন, সুমন, সেলিম, রনি রিপনসহ সংগঠনের অন্য সদস্যরা।

এসএসএইচ