সিঙ্গাপুরে আরও ৩৩ জনের করোনা শনাক্ত
গত ২৪ ঘণ্টায় সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত ৩৩ জন শনাক্ত হয়েছেন। শনিবার (২৯ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিঙ্গাপুরে এ পর্যন্ত মোট ৬২ হাজার ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে ১০ জন বিদেশফেরত। দেশে ফেরার পর তারা স্টে হোম নোটিশে ছিলেন। তাদের ৫ জন সিঙ্গাপুরের স্থানীয় নাগরিক ও স্থায়ী বাসিন্দা।
বিজ্ঞাপন
কমিউনিটি থেকে আক্রান্ত হয়েছেন বাকি ২৩ জন। এর মধ্যে ১৯ জন করোনা রোগীর সংস্পর্শে এসেছিলেন। তবে আজ ডরমিটরি থেকে করোনা আক্রান্ত কোনো ব্যক্তি শনাক্ত হয়নি।
আরএইচ
বিজ্ঞাপন