নিউইয়র্কে বাড়ি ভাড়া সহায়তা প্রকল্প চালু
যুক্তরাষ্ট্র্রের নিউইর্য়কে জরুরি বাড়ি ভাড়া সহায়তা প্রোগ্রাম (ইআরএপি) চালু হয়েছে। মঙ্গলবার (১ জুন) থেকে স্বল্প ও মধ্যম আয়ের ভাড়াটিয়াদের জন্য এই সহায়তা কার্যক্রম চালু হয়। এর ফলে করোনা মহামারির কারণে গৃহহীন হওয়ার ঝুঁকিতে থাকা মানুষদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
নিউইর্য়কের এই তহবিলে ফেডারেল সরকার থেকে মোট ২.৪ বিলিয়ন ডলার জমা হয়েছে। এই প্রকল্প থেকে ভাড়াটিয়াদের সহায়তা নিশ্চিতের জন্য অলাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে রাজ্য সরকার।
বিজ্ঞাপন
যারা আবেদন করবেন
করোনা মহামারির কারণে আয় ৮০ শতাংশ কমে গেলে। যা ওই এলাকার নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী হতে হবে। ২০২০ সালের আয়ের চেয়ে ৮০ ভাগ আয় কম হতে হবে।
বিজ্ঞাপন
২০২০ সালের ১৩ মার্চ থেকে কোনো পরিবারের কেউ বেকার ভাতা পেয়ে থাকলে বা ব্যাপক আকারে আয় হ্রাস পেলে। করোনার কারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বেশ আর্থিক ক্ষতির সন্মুখীন হলে।
আবেদনকারীকে তার প্রাথমিক বাসায় ভাড়া দেওয়ার বাধ্যবাধকতা থাকতে হবে এবং ২০২০ সালের ১৩ মার্চ বা তার পর থেকে বাসা ভাড়া বকেয়া থাকলে।
আবেদনকারী পরিবারকে অবশ্যই গৃহহীন হওয়া বা আবাসন অস্থিতিশীলতার ঝুঁকিতে থাকার বিষয়টি প্রমাণ করতে হবে। যা ২০২০ সালের ১৩ মার্চের পরে হয়েছে বা এখনো চলমান।
আবেদনকারী যে ধরনের সহায়তা পাবেন
আবেদনকারী ২০২০ সালের ১৩ মার্চ বা তার পরে ভাড়া পরিশোধের জন্য ১২ মাস পর্যন্ত বকেয়া ভাড়ার অর্থ পাবেন।
বাড়ির ভাড়ার জন্য যদি আবেদনকারীর মোট মাসিক আয়ের ৩০ শতাংশ বা তার বেশি অর্থ ব্যয় হয়, তাহলে বাড়ির ভাড়া পরিশোধের জন্য আরও তিন মাস পর্যন্ত সহায়তা দেওয়া হবে।
২০২০ সালের ১৩ মার্চ বা তার পরে বকেয়া পরিশোধের ১২ মাস অবধি ইউটিলিটি বিল দেওয়া হবে।
আবেদন করতে যা যা প্রয়োজন
আবেদনকারী পরিবারের সব সদস্যের ব্যক্তিগত পরিচয় এবং সামাজিক সুরক্ষা বা সোস্যাল সিকিউরিটি আবশ্যক।
ভাড়ার পরিমাণ, স্বাক্ষরিত বাড়ির লিজ, বাতিল চেক বা মানি অর্ডার, আগের ভাড়ার রসিদ, ইউটিলিটি বিল, স্কুল রেকর্ডস, ব্যাংকের বিবৃতি, আবেদনকারীর নামসহ ডাক বা মেইল, বিমা বিল কিংবা ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হতে পারে।
আবেদনকারীর আয় প্রমাণের জন্য মাসিক বা সাপ্তাহিক পে স্টাব, ব্যাংক অ্যাকাউন্টে আমানত বা বেকারত্বের সুবিধা প্রাপ্তির চিঠি যুক্ত করতে হবে।
উল্লেখ্য, আবেদন গৃহীত হলে বাড়ির মালিকের কাছে বাড়ি ভাড়া পৌঁছে দেবে রাজ্য সরকার। একইভাবে মূল প্রতিষ্ঠানের কাছে ইউটিলিটি বিলও পাঠিয়ে দেওয়া হবে।
ওএফ