দক্ষিণ আফ্রিকায় করোনার তৃতীয় ঢেউয়ে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। 

জানা গেছে, স্ত্রী ও দুই সন্তান নিয়ে দক্ষিণ আফ্রিকায় থাকতেন টিপু সুলতান (৩৮)। স্বামী-স্ত্রী দুজনই করোনায় আক্রান্ত হয়ে জোহানেসবার্গ ফ্লোরিডা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (৩ জুন) মারা যান টিপু সুলতান। তার স্ত্রীর শারীরিক অবস্থা উন্নতির দিকে।

টিপু সুলতানের বাড়ি কুমিল্লা জেলার কালির হাটের জাসপুরে। তিনি জোহানেসবার্গ-এর পার্শ্ববর্তী জার্মিস্টন শহরে পরিচিত ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে, চলতি সপ্তাহের শুরুতে দেশটিতে করোনায় আরও এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছিল। করোনার ঊর্ধ্বগতির এই সময়ে বেশ কয়েকজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের আশপাশের এলাকাগুলোতে আশঙ্কাজনকহারে বাংলাদেশিরা করোনায় আক্রান্ত হচ্ছেন বলে জানান স্থানীয়রা।

ওএফ/জেএস