কানাডায় মে মাসে ৬৮ হাজার লোক চাকরি হারিয়েছেন। শুক্রবার (৪ জুন) কানাডার পরিসংখ্যান বিভাগ এ তথ্য জানিয়েছে। 

এতে দেশটিতে বেকারত্বের হার ৮.২ শতাংশে পৌঁছেছে। পরিসংখ্যান বলছে, মে মাসে কানাডায় পূর্ণকালীন কর্মসংস্থান কমেছে ১৩ হাজার ৮শ এবং খণ্ডকালীন কর্মসংস্থান কমেছে ৫৪ হাজার ২শ। 

বিএমও ক্যাপিটাল মার্কেটসের প্রধান অর্থনীতিবিদ ডগ পোর্টার বলেন, খণ্ডকালীন চাকরিজীবীরা বেশি কর্মচ্যুত হয়েছেন। স্থায়ী কর্মজীবীদের কর্ম হারানোর হার তুলনামূলক কম। এটি আশাব্যঞ্জক ব্যাপার। 

বিশিষ্ট কলামিস্ট, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান বলেন, করোনায় সব কিছু থমকে গেছে। তবে পরিস্থিতি থেকে উত্তরণে সঠিক পথেই এগিয়ে যাচ্ছে জাস্টিন ট্রুডোর সরকার।

বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী কিরণ বনিক শংকর বলেন, এখন জীবন রক্ষাই প্রধান কাজ। বেঁচে থাকলে কর্মসংস্থান আবার হবে। করোনাকালীন এই সময়ে তিনি জাস্টিন ট্রুডোর সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন।

কানাডার প্রধান মন্ত্রী জাস্টিন ট্রুডো করোনা শুরুর থেকেই নাগরিকদের সুস্বাস্থ্য ও অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রাখতে বিভিন্ন প্রণোদনার ব্যবস্থা করেছেন। 

এইচকে