সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই। এই শহরের বাসিন্দাদের যাতায়াত সহজ করেছে মেট্রো। এর মাধ্যমে এক জায়গা থেকে অন্যত্র খুব দ্রুত এবং সহজে যাওয়া যায়।

এদিকে দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) জানিয়েছে, আজ রোববার (২০ জুলাই) থেকে রাত ১টা পর্যন্ত মেট্রো চলবে।

আরটিএ শুক্রবার জানায়, ২০ জুলাই থেকে দুবাই মেট্রোর কর্মঘণ্টা বাড়ানোর হচ্ছে। মূলত ‘গ্লোবাল এনকাউন্টারস ফেস্টিভ্যাল’ চলাকালীন যাতায়াত আরও সহজ করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই উৎসবটি গ্লোবাল এনকাউন্টস ইসমাইলি মুসলিম সম্প্রদায় আয়োজিত একটি উৎসব। শৈল্পিক ও ক্রীড়া উৎকর্ষতার মাধ্যমে বিশ্বব্যাপী ইসমাইলি সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়।

এসএসএইচ