সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা/ ফাইল ছবি

ছুটি শেষ হলেও করোনার কারণে নিজ দেশে আটকেপড়া অভিবাসীদের ফেরাতে নতুন করে সুযোগ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত সরকার। যেসব অভিবাসীরা ছয় মাসেরও বেশি সময় ধরে আমিরাতের বাইরে রয়েছেন তারা ৩১ মার্চের মধ্যে দেশটিতে ফিরতে পারবেন।

তবে সেক্ষেত্রে অবশ্যই প্রয়োজন পড়বে- বৈধ আবাসিক ভিসা, রেসিডেন্সি এবং দেশটির বিদেশি বিষয়ক জেনারেল ডিরেক্টর দুবাই তথা জিডিআরএফএ-এর অনুমোদন।

ফ্লাই দুবাই এয়ারলাইন্সের ওয়েবসাইট এসব তথ্য দেওয়া হয়েছে বলে আমিরাতের জনপ্রিয় দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে যাত্রীদের উদ্দেশে দেয়া এক বার্তায় এয়ার আরাবিয়ার ওয়েবসাইটে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বৈধ ভিসা আছে কিন্তু ১৮০ দিনেরও বেশি সময় দেশের বাইরে অবস্থান করছেন, এমন ব্যক্তিদের ৩১ মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

এছাড়াও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (এআইই) এক টুইট বার্তায় বলেছে, দুবাইয়ের বাইরে ১৮০ দিনেরও বেশি সময় ধরে অবস্থান করা যাত্রীরা আগামী ২০ মার্চের মধ্যে ফিরে আসতে পারবেন। অবশ্য বৈধ ভিসা ও জিডিআরএফএ-এর অনুমোদন লাগবে।

তবে যাদের ভিসার মেয়াদ ১ মার্চের আগে উত্তীর্ণ হয়েছে তারা এই সুবিধার আওতায় পড়বেন না।

এই ঘোষণাটি নিজ দেশে আটকেপড়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের জন্য বড় সু-খবর বলে মনে করছেন বাংলাদেশ প্রেসক্লাব আমিরাতের নেতৃবৃন্দরা।

প্রেসক্লাব সূত্র থেকে জানা যায়, এখনও কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি দেশে আটকে আছেন। তাই সুযোগটি সবাইকে কাজে লাগানোর আহ্বান জানান তারা।

এফআর