সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন দূতাবাস কর্তৃপক্ষ। জানুয়ারি মাসেই বর্তমান ডেলমা স্ট্রিট থেকে সরিয়ে নতুন প্রস্তাবিত স্থান এয়ারপোর্ট রোডের ডিপ্লোমেটিক এলাকায় নিয়ে যাওয়া হবে।

আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর জানান, আমরা অনেক দিন ধরেই সেবা বৃদ্ধির লক্ষ্যে দূতাবাস স্থানান্তরের কথা ভাবছি। সম্প্রতি দূতাবাসের কর্ম পরিধি বৃদ্ধি ও বিশেষ করে গ্রীষ্মের তাপদাহের সময় দূতাবাসে সেবা নিতে আসা প্রবাসীদের অসুবিধার কথা বিবেচনায় নতুন ও সুপরিসর ভবনে দূতাবাস স্থানান্তর করা হবে।

দূতাবাসের নতুন ঠিকানা: আবুধাবি বিমানবন্দর সড়কের পেপসি কোলা সিগনাল থেকে প্রথমে ডানে প্রবেশের পর দ্বিতীয় বার ডানে প্রবেশ করতে হবে। সেখানে ৪৬৪৮ নম্বর ভিলাতে স্থানান্তরিত হবে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবন।

ওএফ