বার্লিনে বাউল গানের আসর আত্মতত্ত্ব
জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হলো আত্মতত্ত্ব শিরোনামে বাউল গানের আসর। গত শনিবার ( ১৯ জুলাই) নগরীর ভেডিংয়ের একটি মিলনায়তনে পরবাসে লালন’র আয়োজনে বাউল গানের এই আসরে ফকির লালন সাইঁজি ছাড়াও দেশবরেণ্য বেশ কয়েকজন বাউল শিল্পীর গান পরিবেশন করে প্রবাসী শিল্পীরা।
আসরের শুরুতে চরণ ছাড়া করোনা হে দয়াল, তারপর চাতক বাঁচে কেমনে, আর কেন মন ভ্রমিচ বাহিরে, ডুবে দেখো দেখি মন কীরুপ লীলাময়, ওগো যুগে যুগে তুমি নতুন হয়েসহ যেখানে সাইর বারামখানার মতো জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন শিল্পী মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী, মেহেদী হাসান, আসিফ আবদুল্লাহ প্রতীক, আদনান আহমেদ, উর্মীমালা ঘোষ এবং ফয়সাল মিসকাত শেখ।
বিজ্ঞাপন
দেশের মতো শুধু জার্মানি নয়, বিদেশের সব প্রান্তে যেন ধর্ম মত ও পথের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের অসাম্প্রদায়িক ও আধ্যাত্মিক এই অকৃত্রিম সাংস্কৃতিক সম্পদ ছড়িয়ে পড়ে– এমন প্রত্যয় ছিল শিল্পীদের কণ্ঠে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংস্কৃতিকর্মী আঞ্জুমান শাম্মী ও লুবনার উপস্থাপনায় বাউল শিল্পীদের চমৎকার এ পরিবেশনা দেশের বাউলগানকে প্রবাসের প্রজন্মের সবার কাছে পৌঁছে দেবে, এমনটাই বলছিলেন গানের শিল্পীরা।
মা, মাটি, দেশ, মানুষে মানুষে প্রেম আর প্রকৃতির মধ্যে মেলবন্ধনের এ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করতে শনিবারের সন্ধ্যায় যোগ দেন সর্বস্তরের প্রবাসী ছাড়াও স্থানীয় জার্মানরা। বাউলশিল্পীদের দরাজ গলায় মুগ্ধ হন আগতরা। বলেন এই তো সত্যিকারের বাংলাদেশ।
এ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল প্রবাসীদের সংগঠন বেঙ্গালীশে কুলটুওর ফোরাম।
এসএসএইচ