ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ কমিটির অনুমোদন দেন।

আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন চৌধুরী মোহাম্মদ ইফতেখার। যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মনোয়ার হোসাইন ও ফরমান উজ্জাম। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন মু. শাহপরান আহমেদ শাকিল আর মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন এস এম মাসরুর উদ্দিন।

আঞ্চলিক সংগঠকের দায়িত্বে রয়েছেন ইন্তিয়ার আকিফ ও আলাউদ্দিন আল মামুন। কার্যনির্বাহী সচিব হয়েছেন মুকুট আল ফাইয়ুম ও অর্থ সচিবের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আল ফাইয়ুম।

মিডিয়া ও প্রচার সমন্বয়কারী হিসেবে থাকবেন মোহাম্মদ সাকওয়াত হোসেন (রাব্বি রাজ) এবং যোগাযোগ সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন রাবেয়া বশির রাইসা।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে আছেন হোসাইন রেজওয়ান, মো. সাকিব হোসেন, মারুফ আহমেদ, মো. মাজহারুল হক, রাকিব হোসাইন ও আফজাল হোসেন আলভী।

এসএসএইচ