মাইলস্টোন ট্রাজেডি
কুয়েতের বাংলাদেশ দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষরের আয়োজন
রাজধানী ঢাকায় গত ২১ জুলাই একটি স্কুল ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ৩৪ জন নিহত ও ১৭১ জন আহত হয়, যাদের বেশিরভাগই শিশু। এ ঘটনায় সরকার ২২ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।
সরকারি শোক পালন ও নিহতদের স্মরণে কুয়েতে বাংলাদেশ দূতাবাস ২৭ ও ২৮ জুলাই একটি শোক বইয়ে স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে। কুয়েত সরকারের ঊর্ধ্বতনরাসহ কূটনৈতিক মিশন ও কুয়েতে অবস্থিত আন্তর্জাতিক সংস্থার উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি শোক বইয়ে স্বাক্ষর করতে দূতাবাসে যান এবং গভীর সহানুভূতি প্রকাশ করেন।
বিজ্ঞাপন
ব্যক্তিগতভাবে উপস্থিত হতে না পারা অনেকে দূতাবাসের অফিসিয়াল ই-মেইলের মাধ্যমে ইলেকট্রনিকভাবে তাদের শোক বার্তা পৌঁছে দেন। দূতাবাস সংশ্লিষ্টরা বলছেন, সংহতির এই আন্তরিক দৃষ্টিভঙ্গি বিভিন্ন জাতির মধ্যে গভীর বন্ধুত্ব ও মানবতার প্রতিফলন।
বাংলাদেশের শোকের এ সময়ে সমবেদনা জানানো সব বিশিষ্ট ব্যক্তি, কূটনৈতিক মিশন ও ব্যক্তিদের প্রতি দূতাবাস আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
এসএসএইচ