মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

দূতাবাসের হলরুমে শনিবার ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ এবং ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জুলাই-আগস্ট অভ্যুত্থানকে উপজীব্য করে নির্মিত প্রামাণ্যচিত্র ও পোস্টারসমূহ প্রদর্শিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, প্রবাসী ডাক্তার মো. সাজ্জাদ হোসেন, প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মো. আলমগীর হোসেন।

বক্তারা জুলাই জাগরণে প্রবাসীদের ভূমিকা ও ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকারবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী হিসেবে ব্যক্তিগত স্মৃতিচারণা করেন। পাশাপাশি মালদ্বীপ প্রবাসীদের সমস্যাগুলো তুলে ধরেন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন, দেশের বাইরে বিভিন্ন প্রতিকূলতার মাঝেও কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ বাংলাদেশে প্রেরণ করেন প্রবাসীরা। সেই রেমিট্যান্সের কারণেই দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তাই সরকার তাদেরকে সম্মান জানানোর লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

এমজে