বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন বাংলাদেশের শিক্ষার্থী বাশীর আরাফাত। বিশ্ববিদ্যালয়ের থিওলজি অনুষদের হাদিস বিভাগ থেকে অনার্স সম্পন্ন করে প্রায় ৫০টিরও বেশি দেশের শিক্ষার্থীর মধ্যে তিনি প্রথম স্থান অর্জন করেছেন।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম দেওয়ান নগর গ্রামে জন্মগ্রহণ করেন বাশীর আরাফাত। হাটহাজারী দারুল উলুম মুইনুল ইসলাম (হাটহাজারী বড় মাদ্রাসা) থেকে দাওরায়ে হাদিস শেষ করার পর ২০২১ সালে উচ্চশিক্ষার জন্য মিশরে যান তিনি।

গত ২৯ জুলাই প্রকাশিত ফলাফলে তার এই সাফল্যের কথা জানা যায়। প্রতিক্রিয়ায় আরাফাত বলেন, আল্লাহর হুকুমে, শিক্ষকদের পরিশ্রম আর সবার দোয়ায় ভালো ফলাফল করতে পেরেছি। ইনশাআল্লাহ এখান থেকেই পিএইচডি করার ইচ্ছে আছে।

দেড় হাজার বছরের পুরোনো আল-আজহার বিশ্ববিদ্যালয় ইসলামী জ্ঞানচর্চার বিশ্বমানের কেন্দ্র হিসেবে পরিচিত। এখান থেকে যুগে যুগে বহু পণ্ডিত, আলেম ও গবেষক বিশ্বজুড়ে ইসলামের জ্ঞান ও আলো ছড়িয়ে দিচ্ছেন।

এআইএস