আফ্রিকার মালাউই কর্মচারীর আঘাতে ঘুমন্ত অবস্থায় এক বাংলাদেশি ব্যবসায়ী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৩ জুন) মধ্য রাতে জোহানেসবার্গের রেন্ডপন্টিন এলাকায় বাংলাদেশি মিজানুর রহমানের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রবাসীরা জানান, রোববার রাতে ঘুমিয়ে গেলে পাশের রুমে থাকা আফ্রিকার মালাউই কর্মচারী ঘুমন্ত মিজানুর রহমানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মোবাইল, নগদ টাকাসহ দোকানের মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীরা গিয়ে তাকে উদ্ধার করে লেরাতু হাসপাতালে নিয়ে যায়। সেখানেই সোমবার (১৫ জুন) রাতে মিজানের মৃত্যু হয়। 

মৃত মিজানুর রহমানের বাড়ি নোয়াখালী জেলায়। দক্ষিণ আফ্রিকায় বসবাস করা বাংলাদেশিরা জানান, সম্প্রতি দেশটিতে মালাউই কর্মচারীর হাতে ডজনখানেক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। প্রবাসীরা দোকান মালিকদের মালাউই নাগরিকদের চাকরিতে রাখার বিষয়ে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন। 

এসএসএইচ