কুয়েতের সরকারি জনশক্তি অফিসের মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

রোববার (৩১ আগস্ট) কুয়েতের জনশক্তি অফিসের মহাপরিচালকের দপ্ত‌রে এই সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

দূতাবাস জানায়, ৩১ আগস্ট কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েতের সরকারি জনশক্তি অফিসের মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তারা ভ্রাতৃপ্রতীম দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বিশেষ করে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের বিভিন্ন কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করেন।

এনআই/জেডএস