আবুধাবিতে আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীনের ঈদে মিলাদুন্নবী উদযাপন
সংযুক্ত আরব আমিরাতে আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন রাজধানী আবুধাবি শাখা ও মারকাজে আহলে সুন্নাত পরিচালনা পরিষদের যৌথ ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) আবুধাবিতে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় একটি হোটেলে এ মাহফিলের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সংগঠনের সভাপতি মুহাম্মদ শাহাজাহানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসাইন ও নাসির উদ্দীনের যৌথ সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল (সা.) পেশ করেন মিলাদুন্নবী প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ এম-এ মুছা ও মুহাম্মদ ফোরকান কাদেরী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দ্বিতীয় অধিবেশনে মারকাজে আহলে সুন্নাত পরিচালনা পরিষদের চেয়ারম্যান স ম হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন, ইউএই কেন্দ্রীয় পর্ষদের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মুহাম্মদ ফজলুল আজিম।
বক্তব্য দেন আমিরাতি নাগরিক শায়খ মানসুর মুহাম্মদ, ইউএই কেন্দ্রীয় পর্ষদের নির্বাহী সদস্য নুরুল আমিন চৌধুরী, মাওলানা মুহাম্মদ সরওয়ার আলম, মুহাম্মদ নাসির উদ্দীন সিকদারসহ অন্যরা।
এতে ওলামায়ে কেরামরা ঈমান ও আকিদা নিয়ে প্রিয় নবী (সা.)র নির্দেশিত সুন্নাহর পথ অনুসরণেই মুক্তি বলে অভিহিত করেন। মিলাদ, কিয়াম, দরুদ পাঠ এবং ইসলামি উম্মাহর শান্তি ও কল্যাণ কামনার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।
এসএসএইচ