মালদ্বীপে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানী মালের একটি হলরুমে আলোচনা সভা ও কেক কেটে দিনটি উদযাপন করে সংগঠনটির মালদ্বীপ শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। যৌথ সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি এমরান হোসেন তালুকদার ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।
বিজ্ঞাপন
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. নেহের মিয়া রানা, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ ।পরবর্তীতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশিত হয়।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খোকন বিএনপির গৌরবোজ্জ্বল রাজনৈতিক ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলনে দলের বলিষ্ঠ ভূমিকা এবং প্রবাসীদের ঐতিহাসিক দায়িত্ব নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত করতে প্রবাসীদের ঐক্যবদ্ধ ও প্রভাবশালী ভূমিকা পালন করতে হবে।
সভাপতির ভাষণে খলিলুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গঠনের দৃষ্টান্তমূলক অবদান স্মরণ করে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি বাংলাদেশের রাজনীতিতে গণমানুষের দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং বারবার দেশের সংকটকালে জনগণের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে এ দলটি।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এআইএস