সুইজারল্যান্ডের ইন্টারলাকেনে ৩২তম আন্তর্জাতিক দূরপাল্লার ম্যারাথনে বাংলাদেশের পতাকা হাতে দৌড়ালেন জার্মানির মিউনিখে বসবাসরত বাংলাদেশি প্রবাসী দৌড়বিদ শিব শংকর পাল।

শনিবার (৬ সেপ্টেম্বর) ম্যারাথনে অংশ নেন তিনি।

বিশ্বের ৬৬টিরও বেশি দেশের সাড়ে তিন হাজারের বেশি অ্যাথলেট অংশ নেন এ আয়োজনে। পাহাড়–পর্বত ঘেরা উঁচুনীচু পথে ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড়ে দারুণ সাফল্যের সঙ্গে ফিনিশিং লাইন অতিক্রম করেন শিব শংকর। এটি ছিল তার ব্যক্তিগত ১৩৬তম আন্তর্জাতিক ম্যারাথন।

১৯৯৩ সাল থেকে আয়োজিত এই ম্যারাথন শুরু হয় লাউটারব্রুনেন থেকে এবং শেষ হয় আইগারগ্লেটশারে। এবারে সাড়ে তিন ঘণ্টারও কম সময়ে দৌড় শেষ করেছেন শিব শংকর।

দৌড় শেষে শিব শংকর বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরার আনন্দের সঙ্গে কিছুই তুলনা হয় না। সব বাধা পেরিয়ে দেশ এগিয়ে যাবে—এই বিশ্বাস থেকেই আমি পতাকা হাতে দৌড়াই।

আন্তর্জাতিক ম্যারাথনের এবারের আসরে তাকে সাহস ও অনুপ্রেরণা দিতে এসেছিলেন তার স্ত্রী শিখা ও তার সন্তানেরা। এখন তার লক্ষ্য ব্যক্তিগত ১৫০তম আন্তর্জাতিক ম্যারাথনের মাইলফলক অর্জন করা। এজন্য দেশবাসীর শুভকামনা চেয়েছেন তিনি।

এআইএস