নজরুল ইসলাম

না ফেরার দেশে চলে গেলেন অস্ট্রেলিয়া প্রবাসী প্রথম বাংলাদেশি নজরুল ইসলাম। তিনি সিডনির সেন্টক্লেয়ারে সপরিবারে বসবাস করতেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অস্ট্রেলিয়ায় জনসমর্থন গঠনে প্রশংসনীয় ভূমিকা রাখেন। 

রোববার (২০ জুন) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিডনির নেপিয়্যান হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন। 

নজরুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী, দুই সন্তান ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। 

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির সুখ-দুঃখের সঙ্গী হিসেবে পরিচিত ছিলেন তিনি। প্রথম প্রবাসী বাংলাদেশি ও মুক্তিযুদ্ধে অবদানকারী হিসেবে কমিউনিটিতে তার বিশেষ সম্মান ছিল।

একজন শিক্ষিত ও দক্ষ অভিবাসী হিসেবে তিনি ১৯৭০ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। কাজ শুরু করেন একজন ভূতত্ত্ববিদ হিসেবে। তিনিই প্রথম বাঙালি হিসেবে অস্ট্রেলিয়ায় স্থায়ী অভিবাসী হওয়ার মর্যাদা লাভ করেন।

নজরুল ইসলামের জন্ম ১৯৩৯ সালে পাবনা জেলায়। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন দিতে তিনি অস্ট্রেলিয়ার সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। ১৯৯৮ সালে বাংলাদেশের বন্যায় সহায়তার জন্য তিনি বাংলাদেশ-অস্ট্রেলিয়া ডিজাস্টার রিলিফ কমিটি প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। এছাড়া সিডনিতে বসবাসরত বাংলাদেশিদের সহযোগিতায় বাংলাদেশের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন। 

এইচকে