সিঙ্গাপুরে নতুন ১৬ জন করোনায় আক্রান্ত শনাক্ত
সিঙ্গাপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ১৬ জন শনাক্ত হয়েছেন। সোমবার (২১ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিঙ্গাপুরে এ পর্যন্ত মোট ৬২ হাজার ৪৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে ৩ জন বিদেশফেরত। দেশে ফেরার পর তারা স্টে হোম নোটিশে ছিলেন।
বিজ্ঞাপন
এছাড়া কমিউনিটি থেকে আক্রান্ত হয়েছেন বাকি ১৩ জন। এর মধ্যে ৮ জন করোনা রোগীর সংস্পর্শে এসেছিলেন। তবে আজ ডরমিটরি থেকে করোনা আক্রান্ত কোনো ব্যক্তি শনাক্ত হয়নি। অভিবাসী শ্রমিকদের মধ্যেও করোনায় শনাক্ত হয়নি।
এমএইচএস
বিজ্ঞাপন