দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা তার ব্যবহৃত আইপ্যাডটি হারিয়ে ফেলেছিলেন কিছু সময়ের জন্য। এ সময় অনেকে সন্দেহ শুরু করেন প্রেসিডেন্টের আইপ্যাডটি চুরি হয়েছে।  

গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে কেপটাউনে রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে। অনুষ্ঠানের সূচি অনুযায়ী এতে প্রেসিডেন্টের বক্তব্য দেওয়ার কথা ছিল। আর সেই বক্তব্য লেখা ছিল প্রেসিডেন্টের আইপ্যাডে। তবে তিনি বক্তব্য দিতে গিয়ে আবিষ্কার করেন যে তার আইপ্যাডটি খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ কারণে বক্তব্যও শুরু করতে পারছিলেন না রামাফোসা। আইপ্যাডটি খুঁজে পাওয়ার অপেক্ষায় থাকা অবস্থায় তার মনেও প্রশ্ন আসে সেটি বেহাত হয়ে গেল কি না, চুরি হলো কি না। 

এর কিছুক্ষণ পরই অবশ্য প্রেসিডেন্টের আইপ্যাডটির সন্ধান পাওয়া যায়। তারপর বক্তব্য শুরু করেন রামাফোসা। 

রাষ্ট্রপ্রধানের ব্যবহৃত এমন গুরুত্বপূর্ণ একটি ডিভাইস খুঁজে না পাওয়ার ভিডিও ক্লিপ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে দেশটিতে ব্যাপক আলোচনা-সমালোচনাসহ হাস্যরসের সৃষ্টি হয়। 

এনএফ