সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় রুবেল আহমদ (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে মাফরাক বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রুবেলের বাড়ি সিলেটের মোগলাবাজার উপজেলার কলদিয়ার চর এলাকায়। তার বাবার নাম মনফর আলী। পাঁচ বছর ধরে আমিরাতে বসবাস করছিলেন রুবেল আহমদ। দেশে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে।

রুবেলের কর্মস্থল ক্লিক ডেলিভারি সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক আবদুস শহীদ জানান, গত ১৯ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে মুরুর রোডের আল বাতিন পুরনো বিমানবন্দর এলাকার কাছে ফুড ডেলিভারি দিতে যাচ্ছিলেন রুবেল। এসময় একটি ট্রাক পেছন দিক থেকে তার মোটরসাইকেল ও আরেকটি ডেলিভারি কোম্পানির মিশরীয় রাইডারের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পাকিস্তানি এক ড্রাইভার চালিত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মিশরীয় রাইডার। রুবেলকে আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। ১০ দিন আইসিইউতে থাকার পর শুক্রবার তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করেছে ও চালককে আটক করেছে।

রুবেল আহমদের মরদেহ বর্তমানে আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা আছে। আমিরাতে জাতীয় দিবসের ছুটি শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ দেশে পাঠানো হবে বলে তার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

এসএসএইচ