পর্তুগাল সরকার বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নতুন এক আইন অনুমোদন করেছে, যা অবৈধভাবে অবতরণ/বসবাসকারী বিদেশিদের দেশে ফেরত পাঠানোর পদ্ধতি (রিটার্ন রেজিম) কঠোর করবে বলে জানানো হয়েছে। এ আইনটি সেসব বিদেশিদের জন্য করা হয়েছে যারা অবৈধভাবে প্রবেশ বা অন্যান্য নিয়ম ভঙ্গ করে পর্তুগালে অবস্থান করছেন।

আইনের অধীনে প্রক্রিয়া দ্রুত হবে, আশ্রয় চাওয়ার অপব্যবহার এবং বিলম্বিত আবেদন প্রতিরোধের জন্য শর্ত আরোপ করা হয়েছে এবং বিদেশি ও সীমান্ত সম্পর্কিত ফাইলগুলো এখন থেকে জাতীয় নিরাপত্তা বাহিনীর পরিচালনায় আসবে।

তবে সরকার বলেছে, আইনটি মানুষের মর্যাদা রক্ষা করে তৈরি হয়েছে। অর্থাৎ প্রত্যেকের প্রতিরক্ষা ও আপিল করার অধিকার এবং বিশেষভাবে শিশু বা দুর্বল মানুষের রক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে, যেন প্রক্রিয়া কিছুটা সহজ হয়।

এ পদক্ষেপকে পর্তুগালের অভিবাসন নীতি সংস্কারের শেষ বড় ধাপ মনে করা হচ্ছে। এর মধ্য দিয়ে দেশটি নিয়ন্ত্রিত, নিয়মভিত্তিক ও নিয়মবদ্ধ অভিবাসন নীতি চালু করতে চায়।

দেশটির সরকার বলছে, অবৈধ প্রবেশ ঠেকাতে কঠোরতা বাড়লেও বৈধ অভিবাসীদের অধিকার ও মানবিক দিকগুলো আগের মতোই বিবেচনায় রাখা হবে।

এসএসএইচ