আফ্রিকার মোজাম্বিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদুল আলম (৪৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর দুইটার দিকে মোজাম্বিকের বেইরা প্রভিন্সের একটি হাসপাতালে তিনি মারা যান। 

ফরিদুল ইসলামের বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে। মোজাম্বিকে দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন তিনি।

ফরিদুল আলমের ছোট ভাই নুরুল আমিন মোজাম্বিক থেকে মোবাইলে জানান, দুদিন আগে অসুস্থতা বোধ করলে স্থানীয় এক হাসপাতালে করোনা পরীক্ষা করা হয়।

পরে করোনা পজিটিভ এলে তাকে হাসপাতালের করোনা বিভাগে ভর্তি করা হয়৷ অবস্থার অবনতি হয়ে শ্বাসকষ্ট বেড়ে গেলে ফরিদুলকে অক্সিজেন দেওয়া হয়। পরে তিনি আজ দুপুরের দিকে মারা যান।

আরএইচ