নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণিল সাজে সেজেছে স্পেন
স্পেনের রাজধানী মাদ্রিদে চলছে রঙিন আলোর খেলা। তাতে মেতেছেন শহরবাসীও। বর্ণিল আলোয় সেজেছে ঐতিহাসিক স্থাপনাগুলো। দেখে মনে হয়, এ যেন আলোর শহর।
দেশটিতে চলছে বার্ষিক আলোকসজ্জা উৎসব। আসছে নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণিল সাজে সেজেছে স্পেনের রাজধানী মাদ্রিদ। ২০২৫ সালকে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৬-কে বরণ করে নিতেই এ আয়োজন।
বিজ্ঞাপন
গেল ১ ডিসেম্বর থেকে মাদ্রিদের ছোট-বড় রাস্তাঘাট, প্লাজাগুলোকে বর্ণিল সাজে সাজতে দেখা গেছে। স্পেনের রাজধানী মাদ্রিদের জিরো পয়েন্ট খ্যাত সল, বানকো দে এস্পানিয়া, সিভিলেস, রেতিরো, আতুচা, সেভিয়া, কোনদে দে কোসাল, প্লাজা মাইয়র, গ্রান ভিয়া, প্লাজা এস্পানিয়া, কাইয়াও, অপেরা এলাকাগুলো ঘুরে করা আলোকসজ্জার মাধ্যমে বাহারি ডিজাইন দেখলে যেন নয়ন জুড়িয়ে যায়।
বিজ্ঞাপন
জানা যায়, ডিসেম্বর মাসে স্প্যানিশরা অতিরিক্ত খরচ করতে, কেনাকাটা করতে পছন্দ করেন এবং আনন্দ-ফুর্তি করে দিন কাটান। আবার এ মাসেই তারা দ্বিগুণ বেতন পান বলে জানা যায়। ডিসেম্বর মাসের ২৫ তারিখ হচ্ছে খ্রিষ্টীয় ধর্মের ক্রিসমাস বা বড়দিন। এ দিন রাতে স্প্যানিশরা পরিবারের সঙ্গে সময় কাটান এবং একসঙ্গে বাসায় নৈশভোজ করেন। এ দিনগুলো তারা ব্যাপক আনন্দের সঙ্গে উদযাপন করেন। আবার ৩১ ডিসেম্বর রাতে তারা ১২টি আঙুর খেয়ে পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুনভাবে নতুন বছরকে স্বাগত জানান।
এসএসএইচ