সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ। ইউএই’র জাতীয় দিবস এবং গাউছুল আজম মাইজভাণ্ডারীর দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর সহযোগিতায় এই বিশাল কর্মসূচিটি মোট আটটি ধাপে আয়োজন করা হয়।

সম্প্রতি কর্মসূচির অংশ হিসেবে আমিরাতের বিভিন্ন শহরের ব্লাড সেন্টারগুলোতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে ১০২১ জন প্রবাসী বাংলাদেশি স্বেচ্ছায় রক্ত দেন। এতে মিডিয়া পার্টনার ছিল গণমাধ্যম কর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই।

আয়োজকদের দাবি, রক্তদানকে সহজলভ্য এবং উৎসাহিত করতে এই ধরনের উদ্যোগ প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। রক্তদান কর্মসূচিতে মিশন কর্মকর্তাসহ স্থানীয় কমিউনিটি ব্যক্তিত্বরা অংশ নেন।

মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের এই ধারাবাহিক উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যসেবা খাতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইসঙ্গে এটি প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করছে। মানবিকতার এই বার্তা ছড়িয়ে দিতে ভবিষ্যতে আরও বড় পরিসরে কার্যক্রম করার প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজকরা।

এদিকে উক্ত আয়োজনে আমিরাতে বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বলের পাশাপাশি স্বাস্থ্যসচেতন দেশ হিসেবে পরিচিতিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রবাসীরা।

এমএন