মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার (১৪ ডিসেম্বর) দূতাবাসের কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ।

সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে দিবসটির গভীর তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বুদ্ধিজীবীরা একটি জাতির সবচেয়ে বড় আস্থার প্রতীক। তাদের জ্ঞান, চিন্তা ও আদর্শের আলোকে দেশ নির্মাণের পথ সুস্পষ্ট হয় এবং উন্নয়নের অগ্রযাত্রা ত্বরান্বিত হয়। এই সত্য জেনেই স্বাধীনতার যুদ্ধে পরাজয় নিশ্চিত হওয়ার পরও পরিকল্পিতভাবে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, যাতে বিজয়ের পর দেশ গঠনে তাদের মেধা ও নেতৃত্ব কাজে লাগানো না যায়।

তিনি শহীদ বুদ্ধিজীবীদের দেশপ্রেম, আদর্শ ও ত্যাগকে হৃদয়ে ধারণ করে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে রূপান্তর করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে হাইকমিশনার বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অপরিসীম অবদান ও গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও বিশেষভাবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য দেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, প্রবাসী অধিকার পরিষদের মালদ্বীপের সভাপতি মো. আলমগীর হোসেন।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

এসএসএইচ