দুবাই বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ ও ‘জাতীয় প্রবাসী দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনফারেন্স রুমে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করা এবং বর্তমানে আমিরাতে চলমান ভিসা জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বিজ্ঞাপন
দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কনস্যুলেটের লেবার কাউন্সিলর শাহানাজ পারভীন সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত সাধারণ প্রবাসী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা এবং স্থানীয় বাংলাদেশি গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সভায় বক্তারা প্রবাসীদের কনস্যুলেট থেকে আরও গতিশীল সেবা দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বর্তমানে আমিরাতে প্রবাসীদের অন্যতম প্রধান সমস্যা হিসেবে ‘ভিসা জটিলতা’র বিষয়টিকে চিহ্নিত করা হয় এবং তা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া দেশের অর্থনীতিতে অবদান রাখতে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো এবং বিদেশের মাটিতে স্থানীয় আইন মেনে চলার বিষয়ে প্রবাসীদের আরও সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়।
সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান প্রবাসীদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ কনস্যুলেট প্রবাসীদের সেবায় সর্বদা আন্তরিক। আমরা প্রবাসীদের সমস্যাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বিশেষ করে নারী কর্মীদের জন্য সেইফ হোমের বিষয়ে কার্যকরী উদ্যোগ নেওয়া হবে।’
কনসাল জেনারেল আরও বলেন, প্রবাসীরা যাতে নাগরিক অধিকার হিসেবে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন, সে জন্য সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে। তবে আমিরাতের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে জনসমাগম এড়িয়ে চলার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।
বিআরইউ