ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ডেনমার্কে বসবাসরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশিরা।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কোপেনহেগেনের নরেব্রোহেলেনে আয়োজিত প্রতিবাদ সভা থেকে ইনকিলাব মঞ্চের চার দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন প্রবাসীরা। প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির ডেনমার্ক ডায়াস্পোরার সদস্য সচিব সামসুল চৌধুরী, শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশি ফারাদ ইসমত আরবী, রসকিল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসান, কোপেনহেগেন বিজনেস কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান, ইয়ামিন শাহেদ প্রমুখ।

একইসঙ্গে খুনিদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং তাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের ব্যর্থতারও সমালোচনা করেন বক্তারা। একই দাবিতে আগামী সোমবার ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বরাবর স্মারকলিপি প্রদান এবং হাদির স্বপ্ন পূরণে ইনকিলাব মঞ্চের পাশে থাকার ঘোষণা দেওয়া হয়।

সামসুল চৌধুরী বলেন, যেই শিক্ষার্থীরা জীবনের বিনিময়ে আন্দোলন করে স্বৈরাচারকে সরিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসাল, তারা আজ শিক্ষার্থীদের ভুলে গেছে। তাদের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তিনি হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার ও রায় কার্যকরের দাবি জানান।

ফারাদ ইসমত আরবী বলেন, এই ইন্টারিম সরকার জুলাই বিপ্লবীদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেই আজ হাদির মতো ভারতীয় আধিপত্যবাদবিরোধী দেশপ্রেমিক বিপ্লবীদের জীবন দিতে হচ্ছে।

ইয়ামিন শাহেদ বলেন, আমরা হাদির মতো সাচ্চা দেশপ্রেমিক বিপ্লবীদের আর হারাতে চাই না। আমরা তার স্বপ্নের ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন ও ইনকিলাব মঞ্চের সাংস্কৃতিক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাব।

এসএসএইচ