কুয়েতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুয়েতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। কুয়েত বিএনপি ও বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে এ জানাজায় অংশ নেন প্রবাসী বাংলাদেশি নেতাকর্মী ও কমিউনিটির সদস্যরা।
বুধবার (৩১ ডিসেম্বর) এশার নামাজের পর কুয়েতের হাওয়াল্লী এলাকার আব্দুল্লাহ রাশেদ জিয়ারা মসজিদে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
জানাজায় ইমামতি করেন বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি হাফেজ খতিব মাওলানা নুরুল আলম।
গায়েবানা জানাজা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিজ্ঞাপন
গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান, সিনিয়র নেতা চুন্নু মোল্লা, সোয়েব আহমেদসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিরা।
এমএসএ