মালয়েশিয়ায় যতদিন পর্যন্ত সংক্রমণ চার হাজারের নিচে নেমে না আসে ততদিন কঠোর লকডাউন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন।

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা বারনামা বলছে, গত ১৪ জুন থেকে জারি করা কঠোর লকডাউন ২৮ জুন (সোমবার) শেষ হবে না এবং জাতীয় পুনরুদ্ধার পরিকল্পনা বহাল থাকবে।

চলতি মাসের প্রথম দিকে দুই সপ্তাহের লকডাউনের মধ্যেও সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় ১৪ জুন থেকে ২৮ জুন পর্যন্ত ঘোষণা করা হয় কঠোর লকডাউন। যা শেষ হওয়ার কথা ছিল আগামী ২৮ জুন।

এদিকে লকডাউন অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেওয়ায় সোমবার বা মঙ্গলবার আরও সহায়তার ঘোষণা করা হবে। এসব সহায়তা দেশের সর্বসাধারণের জন্য রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন।

প্রধানমন্ত্রী এর আগে চলমান মহামারি পুনরুদ্ধারে সরাসরি পাঁচ বিলিয়ন রিঙ্গিত আর্থিক সহায়তার পাশাপাশি ৪০ বিলিয়ন রিঙ্গিত পেমারকাসা প্লাস সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিলেন।

অন্যদিকে গত ১৫ জুন জাতীয় পুনরুদ্ধার পরিকল্পনার ঘোষণায় মুহিউদ্দিন বলেছিলেন, দৈনিক সংক্রমণের সংখ্যা ৪ হাজারের নিচে নেমে যাওয়ার পর দ্বিতীয় পর্যায়ে দেশের আইসিইউতে রোগী চাপ নেই এবং দেশের জনগণের শতভাগ টিকা নিশ্চিত করা হবে। এছাড়া সংক্রমণের সংখ্যা ৪ হাজারের নিচে চলে এলে দেশব্যাপী লকডাউন শিথিল করে দ্বিতীয় পর্যায়ে যাওয়ার কথা বিবেচনা করবে সরকার। 

গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৫৮৬ জন। এনিয়ে দেশটিতে সংক্রমিত হয়েছেন মোট ৭ লাখ ৩৪ হাজার ৪৮ জন। ২৬ জুন পর্যন্ত করোনারয় দেশটিতে প্রাণ হারিয়েছেন মোট ৪ হাজার ৮৮৪ জন।

জেডএস